সিরিয়ার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শিশুসহ প্রায় ৫০ জন

0
935

খবর৭১:সিরিয়ার মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় শিশুসহ প্রায় ৫০ জন নিহত হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে এ হামলায় আরও বেশকিছু বেসামরিক নাগরিক আহত হয়েছে।

মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) এ তথ্য নিশ্চিত করেছে।
এসওএইচআর জানায়, শনিবার মার্কিন জোটের জঙ্গিবিমান ইউফ্রেটিস নদীর পূর্ব-তীরে অবস্থিত আল শাফা গ্রামে বোমাবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে।

এসওএইচআর প্রধান রামি আব্দেল রহমান জানান, আল শাফায় কমপক্ষে ২৭ ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া আরও বহু ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here