খবর৭১:অর্থ প্রতারণার অভিযোগে হামিদ রেজা বাকেরি দারমানি নামের এক ধনকুবেরের ফাঁসি কার্যকর করেছে ইরান। প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় শনিবার ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
‘সুলতান অব বিটুমিন’ নামে খ্যাত হামিদ রেজা ইরানের বিভিন্ন ব্যাংক ও একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার থেকে প্রতারণা করে ১০ কোটি ডলার সমপরিমাণের ওই অর্থ হাতিয়ে নিয়েছিলেন। খবর বিবিসির
খবরে বলা হয়, তেহরানের পাবলিক অ্যান্ড রেভুলিউশনারি কোর্টে তার বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তবে ফাঁসি কার্যকরের আগে তিনি আপিল করলে তা খারিজ হয়ে যায়।
খবর৭১/জি