নড়াইলে পুলিশের অভিযানে রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল ও ইয়াবাসহ গ্রেফতার-১৪

0
356

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: এর মধ্যে নড়াইল সদর থানায় ৪ জন, নড়াইলের লোহাগড়ায় থানায় ৫ জন, কালিয়া থানায় ৩ জন এবং নড়াগাতী থানায় জন। অপরদিকে এক অভিযানে নড়াইলের দীর্ঘ দিনের চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবুল শেখ (৩৫) কে আটক করেছে পুলিশ। সে এলাকায় ধলা বাবুল নামে পরিচিত এবং নড়াইলের মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইলের লক্ষীপাশা বাজার সংলগ্ন এলাকা থেকে থানার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। এ সময় বাবুলের কাছ থেকে ৫৫ পিচ ইয়াবা বড়ি ও একটি রেজিষ্ট্রেশন বিহীন ১৫০ সিসি পালসার লাল রঙ্গের মোটর সাইকেল জব্দ করে পুলিশ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম), আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ‘এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here