বরফের পাহাড়ে আটকা পড়ে বানিয়াচঙ্গের যুবকের করুন মৃত্যু

0
826

খবর৭১:মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ স্বপ্নের দেশ ইউরোপে যাওয়া হল না বানিয়াচং সরকারী জনাব আলী কলেজের ছাত্র শামায়ুনের। বরফের পাহাড়ে আটকা পড়ে করুন মৃত্যু হয়েছে। জানা যায়, বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের গরীব হুসেন মহল্লার মোঃ মতলিব উল্বার ছেলে জনাব আলী সরকারী ডিগ্রী কলেজের বি.এ ৩য় বর্ষের ছাত্র শামায়ুন প্রায় আড়াই মাস পূর্বে ইউরোপ গ্রীস যাওয়ার জন্যে ইরান থেকে দালালের মাধ্যমে পাড়ি জমায় সঙ্গিদের সাথে। এক পর্যায়ে তুরস্কের সীমান্তে পৌঁছার পর সাগরপাড়ে বরফ ধ্বসে প্রাণ হারায় শামায়ুন। এ খবর বানিয়াচংয়ে পৌছুলে শামায়ুনের মা-বাবা, আত্মীয় স্বজন ও সহপাটিসহ পরিচিতজনরা বাকরূদ্ধ হয়ে পড়েছেন। এলাকাবাসী জানায়, শামায়ুন খুবই ভদ্র ও ভাল ছেলে হিসেবে এলাকায় সুখ্যাতি ছিল। শামায়ুনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, ইতিপূর্বে শামায়ুন আরেকবার সীমান্ত থেকে ফেরত আসে। এই স্বপ্নই বারবার তাড়িয়ে বেড়াতে শামায়ুনকে। কোন অভাব অনটন ছিলনা শামায়ুনের পরিবারের মধ্যে। শামায়ুনের আরও এক ভাই বর্তমানে ইউরোপ ফ্রান্স এ রয়েছেন।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here