খবর৭১:সোমালিয়ার বানাদির প্রদেশে গানদারশের কাছে শনি ও রবিবার ছয়টি বিমান হামলায় ৬২ জঙ্গি নিহত হয়েছে। গতকাল সোমবার এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
সেনাবাহিনীর আফ্রিকা কমান্ড (আফ্রিকম) এক বিবৃতিতে বলেছে, শনিবার চারটি বিমান হামলা হয়েছে। এতে নিহত হয়েছে ৩৪ জঙ্গি। রবিবার চালানো হয়েছে আরো দুটি বিমান হামলা। এতে নিহত হয় ২৮ জঙ্গি। আফ্রিকা কমান্ড ও তাদের সোমালি অংশীদাররা এ বিমান হামলাগুলো চালিয়েছে, যাতে সন্ত্রাসীরা প্রত্যন্ত অঞ্চলগুলোকে স্বর্গরাজ্য বানিয়ে ভবিষ্যতে কোনো হামলার ষড়যন্ত্র করা বা হামলা চালাতে না পারে।
আফ্রিকমের বিবৃতিতে আরো বলা হয়, এ বছর সবচেয়ে প্রাণঘাতী এ বিমান হামলাগুলোতে কোনো বেসামরিক নাগরিক আহত কিংবা নিহত হয়নি। যুক্তরাষ্ট্র সোমালিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের সমর্থনে নিয়মিত বিমান হামলা চালায়। দেশটিতে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের বিরুদ্ধে কয়েক বছর ধরে এ লড়াই চলছে। গত মাসে মার্কিন সেনাবাহিনী ৩৭ জঙ্গিকে হত্যা করার কথা জানিয়েছিল।
খবর৭১/জি