এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়ানশীপে বাংলাদেশের রৌপ্য পদক

0
822

খবর ৭১ঃ
এশিয়ান গোজোরিউ কারাতে ফেডারেশন আয়োজিত ইন্দোনেশিয়ার জাকার্তা এর গোর পককি স্পোর্টস হল অনুষ্ঠিত ‘৬ষ্ঠ এশিয়ান গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশীপ’ সমাপ্ত হয়েছে। ২১টি দেশে ৬৬০ জন প্রতিযোগী এতে অংশ নেয়। পদক তালিকায় শীর্ষে ইন্দোনেশিয়া এবং দ্বিতীয় চায়না। বাংলাদেশের হাফসাদ ইসলাম +৮৪ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য পদক এবং ডেভিড গোমেজ ভেটেরান ক্যাটাগরিতে তা¤্র পদক অর্জন করে। ২ জনই রেফারী কুমিতে পরীক্ষায় অংশ নিয়ে “জাজ” হিসাবে সার্টিফিকেট অর্জন করে। একেএফ কোয়ালিফাইড রেফারী মোঃ রফিক বাউট চীফ হিসাবে কাতা ইভেন পরিচালনা করে ভূয়সী প্রশংসা অর্জন করে। খেলোয়াড় মোঃ নাদিম সহ টিম ম্যানেজার কে.এম রহমান বাপ্পি ছাড়াও একেএফ এর একটিং প্রেসিডেন্ট কোয়েশী খালেদ মনসুর চৌধুরী চ্যাম্পিয়নশীপে নিজেদের দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here