বগুড়া সদরে খালেদা জিয়ার বিকল্প ফখরুল

0
279

খবর৭১ঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হলে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকাল সাড়ে ৪টায় ফখরুলের পক্ষ থেকে বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে। এটি ছাড়াও তিনি ঠাকুরগাঁও-১ আসন থেকেও লড়বেন।

কারাবন্দি খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম।

বুধবার দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক ফয়েজ আহমেদের কাছে এ মনোনয়নপত্র জমা দেয়া হয়।

উচ্চ আদালতের রায় অনুযায়ী, খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার পথ আটকে গেছে।

আদালত বলছেন, দুই বছরের বেশি সাজার দণ্ড হলে ওই ব্যক্তি ভোটে অংশ নিতে পারবেন না। আদালতের এই আদেশের ফলে বিএনপি চেয়ারপারসনসহ বিএনপি ও আওয়ামী লীগের ১২-১৫ জনের ভোটে অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here