সুনামগঞ্জ ১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেলেন আনিসুল হক

0
425

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনের (তাহিরপুর,জামালগঞ্জ ও ধর্মপাশা) বিএনপির দলীয় মনোনয়ন পেলেন আনিসুল হক। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান। তিনি বিএনপির কেন্দ্রীয় কার্য্যালয় থেকে দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,দলীয় মনোনয়ন পেয়েছি। দল আমাকে আমার জনপ্রিয়তা ও দলীয় কাজের দক্ষতা এবং অতিথ কাজের মূল্যায়ন করে দলীয় মনোনয়ন দিয়েছেন। এবার নির্বাচনে বিএনপিকে ঠেকাতে পারবে না কোন ভাবেই কোন অপশক্তি। কারন জনগন গত দুটি নির্বাচনে নিজেদের ভোট দিতে না পারায় এবার বিএনপিকে ভোট দেবার জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তারা গত দশ বছর হিসাব নিবে ভোটের মাধ্যমে সারা বাংলাদেশে। আর সুনামগঞ্জ ১আসন বিএনপির ঘাটি এখানে এবার ভোট চুরি না করলে ভোট বিপ্লব ঘটাবে বিএনপির সমর্থকগন। এছাড়াও সুনামগঞ্জে ৫টি আসনে বিএনপি দলীয় মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here