ইবি প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। বুধবার (২৭ নভেম্বর) বেলা বারোটার দিকে এ মিছিল শুরু হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহামান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম মিছিলটির নেতৃত্ব দেন।
দলীয় সুত্রে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে বেলা বারোটার দিকে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়। শাখা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে শেষ হয়।
মিছিলে ছাত্রলীগ নেতা তৌকির মাহফুজ মাসুদ, শাকিল আহমেদ সুমন, রিজভী আহমেদ পাপন, আব্দুল্লাহ আল মামুন , মিজানুর রহমান লালন, ফয়সাল সিদ্দিকী আরাফাত, তন্ময় সাহা , শাহাদাত হোসাইন মোশাররফ হোসেনসহ প্রায় চারশতাদিক কর্মী উপস্থিত ছিলেন।