শাহজাদপুরে ধানের শীষ প্রতীকের মনোনয়ন জমা দিলেন ড. এমএ মুহিত

0
384

রাজিব আহমেদ,  শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন জমা দিলেন প্রফেসর ড. এমএ মুহিত। এদিন বিকেল সাড়ে ৪ টার দিকে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নাজমুল হুসেইন খাঁনের কার্যালয়ে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীসহ উপস্থিত হয়ে ড. মুহিত ধানের শীষ প্রতীকের মনোনয়ন পত্র দাখিল করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে শাহজাদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন হিরু, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম হাবিবুল হক সাব্বির, বিএনপি নেতা এ্যাড. রায়হান, আল মাহমুদ প্রামাণিক, আব্দুল আজিজ ও শাহজাদপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ সিরাজগঞ্জ -০৬ শাহজাদপুর আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য জনাব কামরুদ্দীন এহিয়া খান মজলিশ সরোয়ার ও ড. এমএ মুহিতের নাম ঘোষণা করে।

এর আগে প্রফেসর ড. এমএ মুহিত দলীয় নেতাকর্মীসহ শাহজাদপুর পৌরসদরের দরগাহপাড়াস্থ জগৎ বরেণ্য ওলি হযরত মখদুম শাহদৌলাহ শহিদ ইয়ামেনি (রহ.) ও বাদলবাড়িস্থ অপর অলী হযরত শাহ হাবিবুল্লাহ ইয়ামেনি (রহ.) এর মাজার জিয়ারত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here