সাংবাদিক মুন্নার পিতার দাফন সম্পন্ন

0
367

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
টেলিভিশন চ্যানেল নিউজ ২৪ এর সাংবাদিক তৌফিক মাহমুদ মুন্নার পিতা ও পাইকগাছার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কুদরত-ই-খোদা খোকন (৬১) আর নেই। তিনি বুধবার সন্ধ্যা ৭ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিলাহি………রাজিউন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৮ অক্টোবর থেকে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে মৃতদেহ নিজ এলাকায় পৌছলে দুপুরে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে জানাযা শেষে সরকারি কবর স্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযা’য় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, এ্যাডঃ জিএ সবুর, ডাঃ আব্দুল মজিদ, আনোয়ার ইকবাল মন্টু, এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, সেলিম নেওয়াজ, আলহাজ্ব আবু সাঈদ, সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক জহুরুল ইসলাম, মুনির হোসেন রানা, জিএম আব্দুস সাত্তার, প্রভাষক ময়নুল ইসলাম, মাওঃ আব্দুল কাদির সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। জানাযা পরিচালনা করেন, মাওঃ শামসুদ্দীন আহম্মেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here