খুলনা-৬ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র জমা

0
402

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনা-৬ আসন পাইকগাছা-কয়রা থেকে প্রথম মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা গাজী নূর আহমাদ। তিনি দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্ণিং কর্মকর্তা জুলিয়া সুকায়না’র মাধ্যমে মনোনয়নপত্র জমা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি) ডাঃ মোঃ আব্দুল আউয়াল, নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি প্রভাষক মাওঃ আব্দুলাহ ইমরান, জেলা সহ-সভাপতি মাওঃ রেজাউল করীম, ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সৌদি আরব শাখার সেক্রেটারি জেনারেল মাওঃ আসাদুলাহ আল গালিব, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শূরা সদস্য এম এ হাসিব গোলদার, হাফেজ হুমায়ন কবির, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফারুক খলিফা, মাওঃ আশরাফ, ছাত্রনেতা মোঃ আবু রায়হান, মোসাদ্দেক বিলাহ সাব্বির, মেহরাব হুসাইন, সাজিদ, আলামিন, আবদুর রহিম ও তৈয়বুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here