খবর৭১:জামাল খাশোগি হত্যাকাণ্ডের কারণে আর্ন্তজাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক অটুট রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট ট্রাম্প ওই বিবৃতিতে জানিয়েছেন, সৌদি আরব তাদের ‘দৃঢ় অংশীদার’ যারা যুক্তরাষ্ট্রে ‘রেকর্ড পরিমাণ অর্থ’ বিনিয়োগে সম্মত হয়েছে।
তিনি বলেন, যাই হোক না কেন, আমরা সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। মর্মান্তিক ওই ঘটনার ব্যাপারে যুবরাজ সালমান হয়তো জানতেন, হয়তো তিনি জানতেন বা জানতেন না।
খবর৭১/জি