খবর৭১:গতকাল থেকে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লগইন করতে অথবা নিউজ ফিড ব্যবহার করতে সমস্যা হচ্ছে ব্যবহারকারীদের। অনেকেই ফেসবুকে ঢোকার সঙ্গে সঙ্গে কিছু ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন তাদের আইডি ডাউন হয়ে যাচ্ছে।
প্রায় একই ধরনের সমস্যা দেখা দেয় ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রামেও।
বাংলাদেশে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে এ সমস্যা দেখা যাচ্ছে। এত করে বিপাকে পড়েছেন ব্যবহারকারীরা।
ফেসবুক কর্তৃপক্ষ এ ঘটনাটি যান্ত্রিক সমস্যার কারণে ঘটছে বলে স্বীকার করেছেন। কিছু গ্রাহকের এতে ঘণ্টাখানেক ভোগান্তি পোহাতে হয়। তবে কেউ কেউ বলছেন আট ঘণ্টা পর্যন্ত তাদের সমস্যা ছিল।
বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের বিজ্ঞাপনের প্ল্যাটফর্মে কারিগরি কারণে সমস্যা তৈরি হয়েছে।
বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী অনেকেই জানান, তাদের আইডিতে প্রবেশ করা যাচ্ছে না। নিউজ ফিডে যেতে চাইলে ইরর মেসেজ দেখাচ্ছে।
আবার কারো প্রোফাইল ছবি অদৃশ্য হয়ে যাচ্ছে। এছাড়া কোনো কিছু শেয়ার করতেও অনেকে সমস্যায় পড়েন।
অনেক ব্যবহারকারী ফেসবুকে ঢোকার চেষ্টা করলে মেসেজ আসে, ‘ফেসবুক এখন প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের জন্য ডাউন রয়েছে, তবে আপনি কয়েক মিনিটের মধ্যে ফিরে যেতে পারবেন। ’
খবর৭১/জি