সৌদি সফরের অনুমতি দেওয়া হচ্ছে ইসরায়েলিদের

0
491

খবর৭১:ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। এর ফলে আর কিছুদিন পরেই ইসরায়েলিরা সৌদি আরব সফর করতে পারবে।

আরব ও ফিলিস্তিনিদের জমি দখল করায় সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলমান দেশের ইসরায়েলের সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু এবার সৌদি রাজতান্ত্রিক সরকার সে পরিস্থিতি পাল্টাচ্ছে বলে কূটনৈতিক সূত্রে খবর পাওয়া গেছে।

তবে এ উদ্যোগের প্রতিবাদ করেছেন সৌদি আরবের ভেতরের ও বাইরের বিভিন্ন মহল। সৌদি আরবের একদল আলেম ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সৌদি সরকারি পদক্ষেপের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, এ পদক্ষেপ ইসরাইলকে বৈধতা দেয়ার পাশাপাশি ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হত্যাযজ্ঞকে অব্যাহত রাখার অনুমতি দেয়ার শামিল। তবে এসব সমালোচনাকে পাত্তা না দিয়েই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে সৌদি আরব।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here