উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) রাতে নড়াইলের ভাদুলীডাঙ্গা শ্রী শ্রী কচাতলা কালি মন্দিরে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম, মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সাংস্কৃতিক সন্ধ্যা চলাকালে অন্যান্যের সাথে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পেলে ধীরে ধীরে দাঙ্গা-হাঙ্গামা বিলুপ্ত হয়ে যাবে।
খবর৭১/ইঃ