মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে নতুন গণকবরের সন্ধান

0
364

খবর৭১:মেক্সিকোর পূর্বাঞ্চলে ভেরাক্রুজ রাজ্যে নতুন একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। তবে গণকবরটির সন্ধান ঠিক কখন পাওয়া গেছে তা এখনো জানানো হয়নি। এই ভেরাক্রুজ এবং এর আশপাশের জায়গাগুলো থেকেই সাম্প্রতিক বছরগুলোতে কয়েকশো লাশ পাওয়া গেছে।

নিখোঁজ শিশুদের খোঁজার জন্য সোলেক্টিও কালেকটিভ নামে মায়েদের একটি দল রয়েছে। মূলত তাঁরাই এই গণকবরের সন্ধান পায়।

তাদের মুখপাত্র রোসালিয়া কাস্ত্রো টস বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে ৪০০ থেকে ৫০০ টি মৃতদেহ থাকতে পারে। এটি একটি মৃত্যু শিবির, বা তার চেয়েও খারাপ কিছু হয়তো।’

এই গণকবরটি থেকে পাঁচ কিলোমিটার (তিন মাইল) দূরে কিছুদিন আগেই ২৯৬টি মৃতদেহ পাওয়া গিয়েছিল।

রাজ্যের কৌঁসুলি হোর্হে উইংক্লার বলেন, মাদক পাচারকারীরা বহু বছর ধরে ভেরাক্রুজ রাজ্যকে মৃতদেহ রাখার স্থান হিসেবে ব্যবহার করে আসছে। এর আগে ২০১৭ সালের মার্চে আরেক গণকবরে ২৫০টি মাথার খুলি পাওয়া যায়।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here