ভোরে হাতিরঝিলে মটরসাইকেল দূর্ঘটনায় ঝড়ল দুটি প্রান

0
378

খবর৭১:আজ ভোরে মহানগর হাতিরঝিলে  মোটরসাইকেল দূর্ঘটনায় রেদওয়ানুল কবির (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. মিঠুন (৩০) নামে অপর আরেক ব্যক্তি। দূর্ঘটনার কারণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দুই যুবক। পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোরে মহানগর হাতিরঝিল সেতুর কাছে রামপুরাগামী একটি মোটরসাইকেল দূর্ঘটনার শিকার হন রেদওয়ানুল ও মো. মিঠুন নামের অপর ব্যক্তি।

সকাল ৭টার দিকে পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসকেরা সকাল ৮টার দিকে রেদওয়ানুলকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এসআই আরও বলেন, দূর্ঘটনার কারণ জানা যায়নি। নিহত রেদওয়ানুল কবিরের বাবার নাম মান্নান কবির। তার বাসা রাজধানীর আদাবর এলাকায়। তাদের খবর দেয়া হয়েছে। লাশ মর্গে রাখা হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here