রাণীনগরে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

0
379

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাণীনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা চত্বরের সামনে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল বারী মোল্লার সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মফিজ উদ্দিন প্রামানিক, সাংগঠনিক সম্পাদক মো: শরিফ উদ্দিন, প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো: আসাদুজ্জামান পিন্টু, যুবলীগের সভাপতি মো: সিরাজুল ইসলাম চাঁদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: আকতারুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক মো: ফরহাদ হোসেন প্রমুখ। এসময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামীতে আবারও নৌকার বিজয়ের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here