হাতীবান্ধায় মটর সাইকেলের ধাক্কায় আনসার সদস্য নিহত

0
342

কাজী শাহ্ আলম
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি ঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারাজে সড়ক দুর্ঘটনায় রহিদুল ইসলাম (২৪) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন।

জানাগেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার বৃহত্তম সেচপ্রকল্প তিস্তা ব্যারাজ এলাকার দোয়ানী অবসরে ডিউটি শেষে আনছার সদস্য রহিদুল ইসলাম ব্যারাকে ফিরছিলেন। এ সময় ব্যারাজের ১৫নং গেটের সামনে একটি মটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। রংপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রহিদুল নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বাসিন্দা। তিনি দোয়ানী আনসার ফাঁড়িতে কমরর্ত ছিলেন।

হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক সত্যতা নিশ্চিত করে বলেন, সিসি ক্যামেরার মাধ্যমে মটর সাইকেলটি শনাক্ত করার চেষ্টা চলছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here