আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব-১৭) উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কমিটির প্রস্তুতি সভানুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুন্দরগঞ্জ পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানগণ ও সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলার মাধ্যমে অনুর্ধ্ব ১৭ বছরের কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি ও খেলাধুলায় উৎসাহী গড়ে তোলার লক্ষ্যে এ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আগামী ১৩ সেপ্টেম্বরের মধ্যে সকল পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী হবে বলে সিদ্ধান্ত জানানো হয়।
খবর৭১/এসঃ