তালায় ৯০ পরিবারে নতুন বিদ্যুৎ সংযোগ

0
330

সেলিম হায়দার : সাতক্ষীরা তালায় ৯০টি পরিবারের মধ্যে ১.৩২৭ কিঃ মিঃ নতুন করে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। রবিবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা দোহার পশ্চিম পাড়ায় ১৫৯২৪০০ টাকা ব্যয়ে পল্লী বিদ্যুতের নতুন সংযোগ কর্মসূচি উদ্বোধন করা হয়।
বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
ইউপি সদস্য মনিরুজ্জামান মোড়লের সভাপতিত্বে ও অধ্যক্ষ রামপ্রসাদ দাশের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাশ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবে সভাপতি প্রণব ঘোষ বাবলু, ওয়ার্কার্স পার্টি নেতা আয়ুব আলী সানা, সমাজসেবক জলিল মোড়ল,শামীম মোড়ল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here