কিম জং উনের আমন্ত্রণে সফর করবেন চীনের প্রেসিডেন্ট

0
369

খবর৭১:উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদযাপনে আগামী মাসে দেশটিতে সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণে তিনি এ সফর করবেন বলে জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস।

এ বছর তিনবার চীন সফর করেছেন কিম। দুঃসময়ে উত্তর কোরিয়ার পাশে চীনই দাঁড়িয়েছে। বিভিন্ন নিষেধাজ্ঞা এবং শুল্কারোপের ফলে এ দুই দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্রের বেশ খারাপ সম্পর্ক সৃষ্টি হয়েছে। এ অবস্থায় চীনও উত্তর কোরিয়াকে কাছে টানছে।

এ সময় দুই দেশের শীর্ষ পর্যায়ের সফর বেশ ভালো একটি ভূমিকা রাখবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here