দুপচাঁচিয়ায় জাতির পিতার ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

0
321

আবু আব্দুল্লাহ দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে সোমবার দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে ও অফিস সুপার সিরাজুল হক মন্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন, জেলা পরিষদের সদস্য আবু সাঈদ ফকির, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান সখিনা বেগম, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহবুবার রহমান তালুকদার মুকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, সুজ্জাত আলী, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ মো. আব্দুল খালেক, আলহাজ্ব মেহেরুল ইসলাম, আব্দুল হাকিম তালুকদার, তোজাম্মেল হোসেন তোজাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, নজরুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, মহসীন আলী, এনামুল হক রানা, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম, সরওয়ার খান, আ’লীগ নেতা আব্দুস সামাদ, উপজেলা প্রেসক্লাকের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্ম, পৌর আ’লীগের সহসভাপতি প্রভাষক নাজমুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা দুপ্রকের সভাপতি আলহাজ্ব গাজিউর রহমান, সাধারণ সম্পাদক আবুল বাশার সহ উপজেলার সরকারি দপ্তর সমূহের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here