প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিশৃংখলা সৃষ্টিকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মিছিল

0
359

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শহরের প্রজন্ম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এস এম পলাশ, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক গাউসুল আযম মাসুম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রিয়াজ মাহমুদ মিশাম, সদস্য সচিব নুরুজ্জামান নান্নু, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শরিফুল ইসলাম সাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, ফিরোজ শেখ প্রমুখ। বক্তরা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবি সরকার মেনে নিলেও একটি মহল আন্দোলনকে পুঁজি করে দেশে বিশৃংখলা সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিশৃংখলা সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here