গাইবান্ধায় স্ত্রীসহ অা’লীগ নেতা গ্রেপ্তার: ইয়বা উদ্ধার

0
526

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধায় সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সেবনকালে শিক্ষিকা ২য় স্ত্রীসহ ফিরোজ কবির সুমন নামে এক আ’লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের এনডিসি অফিসের সামনে একটি ভাড়া বাসা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন পলাশবাড়ি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা সদরের জামালপুর গ্রামের নজরুল ইসলাম দুদুর পুত্র । তার স্ত্রী ভগবানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সদর থানা অফিসার ইনচার্জ- খান শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here