নড়াইলে ইয়াবাসহ ৩১জনকে গ্রেফতার করেছে পুলিশ!

0
348

বুলু দাস সদর প্রতিনিধি: নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে বৃহস্পতিবার থেকে (২৭ জুলাই) সকাল পর্যন্ত অভিযানে মোট ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানায় ৫ জন, নড়াইলের লোহাগড়া থানায় ১২ জন, নড়াইলের কালিয়া থানায় ৬ জন, নড়াইলের নড়াগাতি থানায় ৬ জন। জিআর মামলায় ১৯ জন সিআর মামলায় ৯ জন মাদক মামলায় ১ জনকে, বৃহস্পতিবার থেকে (২৭ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় মাদক, জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন মামলায় মোট ৩১ জনকে গ্রেফতার করে, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বৃহস্পতিবার থেকে (২৭ জুলাই) সকাল পর্যন্ত সকাল পর্যন্ত অভিযানে মোট ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মোট উদ্ধার নড়াইলের কালিয়া ২০ পিস ইয়াবা। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নড়াইল রাখতে আমাদের নড়াইল জেলায় এ অভিযান চলমান থাকবে। অপরদিকে নড়াইলের কচুবাড়িয়া গ্রামের মেঘনাথ কুমার দো’র বাড়িতে ডাকাতির ঘটনায় মহিলাসহ পাঁচজন ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাড়ে পাঁচভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। জানান নড়াইল জেলার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন এ তথ্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি প্রবীর বিশ্বাসসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা। নড়াইলের সহকারী পুলিশ সুপার জালাল উদ্দিন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধিকে জানান, গত ১৯ জুলাই রাতে কচুবাড়িয়া গ্রামের মেঘনাথ কুমার দো’র বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ৮/১০ জনের ডাকাতদল ওই বাড়ি থেকে নগদ ৭০ হাজার টাকা,২০ ভরি সোনা ও ৪ টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ২০ জুলাই মেঘনাথ কুমার দো বাদি হয়ে লোহাগড়া থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। পুলিশ প্রযুক্তির মাধ্যমে ২৩ জুলাই লোহাগড়ার চাচই গ্রামের মশিয়ার মোল্যার ছেলে কিসলু মোল্যা ও রামপুর গ্রাম থেকে বাদশা শেখের ছেলে মিরাজ শেখকে আটক করে। তাদের স্বীকারোক্তি মোতাবেক গোপালগঞ্জ সদর উপজেলার কালিবাড়ি এলাকা থেকে দেড় ভরি লুন্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়। রাতে থানা পুলিশ আবার অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার বোড়াশী গ্রাম থেকে নরেন্দ্রনাথ হীরার ছেলে বিভাস হীরা এবং কাশিয়ানী উপজেলার মহেষপুর গ্রাম থেকে নুর ইসলাম ও তার স্ত্রী হাফিজা বেগম ওরফে রুপাকে আটক করে। এ সময় রুপার কাছ থেকে ৪ ভরি ২ আনা ওজনের লুন্ঠিত স্বর্ণ উদ্ধার করা হয়।

খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here