শৈলকুপায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

0
334

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলা আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৮ জুলাই ঝিনাইদহ জেলা যুবলীগের সম্মেলন সফল করার লক্ষ্যে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শামীমার রশিদের পরিচালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল ও রাশিদুর রহমান রাসেল এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রাজু। এছাড়াও উপজেলা যুবলীগের নব গঠিত ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির সহ-সভাপতি শামসুজ্জামান তুহিন, শিকদার ওয়াহিদুজ্জামান ইকু, আসাদুজ্জামান ভূট্টো, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলু, ফুরকান হোসেন পল্টন, মিজানুর রহমান মজনু, রাশেদ হোসেন, রেজাউল করিম বাচ্চু, অর্থ সম্পাদক মিজানুর রহমান রেন্টু, দপ্তর সম্পাদক রিপন মোল্লা, ক্রীড়া সম্পাদক জুলফিকার শাহিন টিটু, প্রচার সম্পাদক মাহমুদ জুয়েল (এটিএন), মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক এনানুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জুয়েল পারভেজ কর্ণেল, সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর ও আনিচুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় ২৮ জুলাই ঝিনাইদহ জেলা যুবলীগের সম্মেলনে সভাপতি পদে শফিকুল ইসলাম শিমূলকে একক প্রার্থী ঘোষনা করে শৈলকুপা উপজেলা আওয়ামী যুবলীগ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here